Posts

33+ Graphic Design Resources Website List - গ্রাফিক ডিজাইন রিসোর্স ওয়েবসাইট লিস্ট

Graphic Design Resources Website List, Graphic Design Resources, Design Resources, গ্রাফিক ডিজাইন রিসোর্স ওয়েবসাইট লিস্ট, গ্রাফিক ডিজাইন রিসোর্স,

গ্রাফিক ডিজাইনের জন্য অসংখ্য রিসোর্স ওয়েবসাইট রয়েছে । নিচে কিছু জনপ্রিয় গ্রাফিক ডিজাইনের ফ্রি ও প্রিমিয়াম রিসোর্স ওয়েবসাইট লিস্ট দেওয়া হলো।

33+ Graphic Design Resources Website List - গ্রাফিক ডিজাইন রিসোর্স ওয়েবসাইট লিস্ট

ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট (Free Image Download Website)

  • Pexels.com
  • Pixabay.com
  • Unsplash.com
  • Freeimages.com
  • Picjumbo.com
  • Foodiesfeed.com
  • Freepik.com
  • Mixkit.co

ফ্রি গ্রাফিক্স রিসোর্স ফাইল ওয়েবসাইট (Graphics File Website)

  • Freepik.com
  • Vecteezy.com
  • Visme.co
  • 99designs.com

ফ্রি গ্রাফিক্স আইকন ওয়েবসাইট (Icon Website)

  • Flaticon.com
  • Iconscout.com
  • Uxwing.com
  • Icons8.com
  • Fontawesome.com
  • Lottiefiles.com

ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়েবসাইট (BG Remover)

  • Rremove.bg
  • Freepik.com/ai/background-remover
  • Clipdrop.co/remove-background
  • Adobe.com/express/feature/image/remove-background
  • Photoroom.com/tools/background-remover

বাংলা ফন্ট ডাউনলোডের ওয়েবসাইট (Bangla Font Websites)

  • Fontbd.com
  • Freebanglafont.com
  • Bongolipi.com
  • Fontlipi.com
  • Lipighor.com
  • Okkhor52.com
  • Omicronlab.com
  • Fontbangla.net
  • Bengalifonts.net
  • Bengalfonts.com
  • Fonts.google.com

Post a Comment

সম্মানিত Faifinity.com পাঠক,
আপনি আমাদের সাথে থাকায় আমরা আনন্দিত ও উৎসাহিত। প্রত্যেক পাঠকের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে আমরা নিম্নলিখিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য আপনার সহযোগিতা কামনা করি:

১. গোপনীয়তা সুরক্ষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

২. ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া:
ঘৃণামূলক বক্তব্য বা আপত্তিকর ভাষার প্রতি আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখি। আসুন আমাদের কথোপকথনকে সম্মানজনক এবং বন্ধুত্বপূর্ণ রাখি।

৩. প্রস্তাবিত ভাষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে ইংরেজি বা বাংলা ভাষা ব্যবহার করুন। এই দুটি ভাষা আমাদের একটি পরিষ্কার, বোধগম্য ও সুসংগত আলোচনা বজায় রাখতে সাহায্য করবে।

৪. অন্যের মন্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া:
সকল পাঠকের মন মানসিকতা ধ্যান-ধারণা কখনো একরকম হতে পারে না। তাই অন্যের মন্তব্যের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করুন।

৫. ধর্মীয় বিষয়ে আলোচনা এড়িয়ে চলা:
একটি সুসংগত প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য আমরা আপনার প্রতি অনুরোধ করছি যে আপনি আপনার মন্তব্যে যে কোন ধর্মীয় বিষয়ে আলোচনা থেকে বিরত থাকুন।

মনে রাখবেন আপনার মন্তব্য, মতামত ও পরামর্শ আমাদের নিকট মূল্যবান। আমরা আমাদের পাঠকদের জন্য একটি সুসংগত প্ল্যাটফর্ম তৈরিতে আপনার সহযোগিতা কামনা করি এবং আপনার প্রতিশ্রুতির প্রশংসা করি। আসুন গঠনমূলক ও সম্মানজনক আলোচনার মাধ্যমে একসাথে শিখতে, শেখাতে ও বেড়ে উঠতে সাহায্য করি।

Faifinity.com ওয়েবসাইটের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ☄

______________________________________________
কোন মতামত বা পরামর্শ থাকলে info.faifinity@gmail.com ইমেইলের মাধ্যমে আমাদের জানাতে পারেন।