বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাঃ সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের কর্তব্য। তার জীবন থেকে শিক্ষা নেওয়া এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব। এরই ধারাবাহিকতায় আমরা এই পোস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত তথা জীবনী সম্পর্কে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করবো।
প্রশ্নোত্তরে রাসূল (সাঃ) এর জীবনী - প্রশ্নোত্তরে সীরাতুন্নবী (সাঃ) [৫০+ প্রশ্ন ও উত্তর]
১. প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহন
করেন?
(ক). ৫৭০ খ্রিস্টাব্দে
(খ). ৫৭০ হিজরীতে
(গ). ৫৭০ বঙ্গাব্দে
(ঘ). ৫৭০ হিব্রু
উত্তর: (ক). ৫৭০ খ্রিস্টাব্দে
২. "আমি তোমাকে সমগ্র বিশ্ববাসীর প্রতি রহমত স্বরূপ প্রেরণ করেছি" - পবিত্র
কোরআনের এই আয়াতটি কোন সূরার অংশ?
(ক). সূরা আছ্ছফ
(খ). সূরা আম্বিয়া
(গ). সূরা হা-মীম আস-সাজদা
(ঘ). সূরা সাবা
উত্তর: (খ). সূরা আম্বিয়া
৩. শিশুকালে রাসূল (সাঃ) কে লালনপালন করতেন?
(ক). হযরত হালিমা
(রাঃ)
(খ). হযরত উম্মু আইমান (রাঃ)
(গ). হযরত খাদিজা (রাঃ)
(ঘ). হযরত যয়নব (রাঃ)
উত্তর: (ক). হযরত হালিমা (রাঃ)
৪. রাসূল (সাঃ) এর জন্মের কত বছর পর তার মা মারা যান?
(ক). ৩ বছর
(খ). ৪ বছর
(গ). ৫ বছর
(ঘ). ৬ বছর
উত্তর: (ঘ). ৬ বছর
৫. মদিনা থেকে বদর প্রান্তরের দূরত্ব কত?
(ক). ৮০ মাইল
(খ). ৬৫ মাইল
(গ). ১১০ মাইল
(ঘ). ১২০ মাইল
উত্তর: (ক). ৮০ মাইল
৬. খন্দকের যুদ্ধে খন্দক খননের পরামর্শ কে দিয়েছিলেন?
(ক). হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ)
(খ). হযরত আলী (রাঃ)
(গ). হযরত সালমান ফারসী (রাঃ)
(ঘ). হযরত উমর (রাঃ)
উত্তর: (গ). হযরত সালমান ফারসী (রাঃ)
৭. মুসলিমরা সর্বপ্রথম কোথায় হিজরত করেন?
(ক). মদিনায়
(খ). সিরিয়ায়
(গ). ইথিওপিয়ায়
(ঘ). ফিলিস্তিনে
উত্তর: (গ). ইথিওপিয়ায়
৮. ক্রীতদাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহন করেন কে?
(ক). হযরত বেলাল (রাঃ)
(খ). হযরত আম্মার (রাঃ)
(গ). হযরত যায়েদ বিন হারেসা (রাঃ)
(ঘ). হযরত খাব্বাব (রাঃ)
উত্তর: (ক). হযরত বেলাল (রাঃ)
৯. রাসুল (সাঃ) এর প্রতিষ্ঠিত প্রথম মসজিদ কোনটি?
(ক). মসজিদে কুবা
(খ). মসজিদে নববী
(গ). মসজিদুল আকসা
(ঘ). বায়তুল্লাহ তথা মসজিদুল হারাম
উত্তর: (ক). মসজিদে কুবা
১০. নবুওতের কোন বছরকে 'আমুল হুযন' বা দুঃখের বছর বলা হয়?
(ক). তৃতীয় বছর
(খ). পঞ্চম বছর
(গ). দশম বছর
(ঘ). সপ্তম বছর
উত্তর: (গ). দশম বছর
১১. প্রাথম বাইয়াতে কতজন সাহাবী বাইয়াত গ্রহণ করেছিলেন?
(ক). ১০ জন
(খ). ৮ জন
(গ). ১৪ জন
(ঘ). ১২ জন
উত্তর: (ঘ). ১২ জন
১২. সুরা সফ এর ৯নং আয়াত অনুসারে রাসূল প্রেরণের উদ্দেশ্য কি?
(ক).
নামাজ প্রতিষ্ঠা করা
(খ). সওম প্রতিষ্ঠা করা
(গ). দ্বীন প্রতিষ্ঠা করা
(ঘ). ধর্ম প্রচার করা
উত্তর: (গ). দ্বীন প্রতিষ্ঠা করা
১৩. “তোমাদের জন্য রাসূল (সাঃ) এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ” - কোন সূরার কত নং
আয়াত?
(ক). সূরা আহযাব, আয়াত নং ২১
(খ). সূরা হাশর, আয়াত নং ১৩
(গ). সূরা আহযাব, আয়াত নং ১০
(ঘ). সূরা মুহাম্মদ, আয়াত নং ১২
উত্তর: (ক). সূরা আহযাব, আয়াত নং ২১
১৪. বদর যুদ্ধের পতাকা কে ধারণ করেছিলেন?
(ক). হযরত মুসআ’ব (রাঃ)
(খ). হযরত আলী (রাঃ)
(গ). হযরত উমর (রাঃ)
(ঘ). হযরত যুবায়ের (রাঃ)
উত্তর: (ক). হযরত মুসআ’ব (রাঃ)
১৫. কখন সর্বপ্রথম রাসুল (সাঃ) এর ওপর ওহী নাজিল হয়?
(ক). ৫৭০ খ্রিস্টাব্দ, ২১ রমাদান
(খ). ৬৭০ খ্রিস্টাব্দ, ২১ রমাদান
(গ). ৬২৫ খ্রিস্টাব্দ, ২১ রজব
(ঘ). ৬১০ খ্রিস্টাব্দ, ২১ রমাদান
উত্তর: (ঘ). ৬১০ খ্রিস্টাব্দ, ২১ রমাদান
১৬. পবিত্র কোরআনের কোন সূরায় হিজরতের নির্দেশ আছে?
(ক). সূরা যুমার
(খ). সূরা আন-নিসা
(গ). সূরা আহযাব
(ঘ). সূরা তওবা
উত্তর: (ক). সূরা যুমার
১৭. রাসুল (সাঃ) এর কোন স্ত্রীকে আল্লাহ তায়ালা সালাম পাঠিয়েছিলেন?
(ক). হযরত আয়েশা (রাঃ)
(খ). হযরত হাফসা (রাঃ)
(গ). হযরত খাদিজা (রাঃ)
(ঘ). হযরত যয়নব (রাঃ)
উত্তর: (গ). হযরত খাদিজা (রাঃ)
১৮. "তোমাদের মধ্যে একটি দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে
আহ্বান করবে, ভাল কাজের আদেশ দিবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এ দায়িত্ব
পালন করবে তারাই সফলকাম হবে।"- এটি কার বাণী?
(ক). আল্লাহর
(খ). হযরত মুহাম্মদ (সাঃ)
(গ). হযরত আদম (আঃ)
(ঘ). হযরত দাউদ (আঃ)
উত্তর: (ক). আল্লাহর
১৯. কখন মক্কা বিজয় হয়?
(ক). ৮ম হিজরীর রমজান মাসে
(খ). ৭ম হিজরীর রমজান মাসে
(গ). ৮ম হিজরীর রজব মাসে
(ঘ). ৭ম হিজরীর রজব মাসে
উত্তর: (ক). ৮ম হিজরীর রমজান মাসে
২০. মদিনায় রাসূল (সাঃ) প্রথম কার বাড়িতে অবস্থান নিয়েছিলেন?
(ক). হযরত আবু তালহা (রাঃ)
(খ). হযরত আবু মুসা আল আশয়ারী (রাঃ)
(গ). হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)
(ঘ). হযরত সালমান ফারসী (রাঃ)
উত্তর: (গ). হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)
২১. 'সাইফুল্লাহ' কার উপাধি?
(ক). হযরত আলী (রাঃ)
(খ). হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ)
(গ). হযরত উমর (রাঃ)
(ঘ). হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা (রাঃ)
উত্তর: (খ). হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ)
২২. হিজরী কত সালের কোন মাসে কেবলা পরিবর্তন হয়?
(ক). ২য় হিজরীর শাবান মাসে
(খ). ২য় হিজরীর রমজান মাসে
(গ). ৩য় হিজরীর শাবান মাসে
(ঘ). ৩য় হিজরীর রমজান মাসে
উত্তর: (ক). ২য় হিজরীর শাবান মাসে
২৩. মিরাজ রজনীতে রাসূল (সাঃ) কার ঘরে অবস্থান করছিলেন?
(ক). উম্মে হাদী (রাঃ)
(খ). হযরত খাদিজা (রাঃ)
(গ). উম্মে হাবিবা (রাঃ)
(ঘ). হযরত আয়েশা (রাঃ)
উত্তর: (ক). উম্মে হাদী (রাঃ)
২৪. তায়েফে রাসূল (সাঃ) এর সঙ্গী কে ছিলেন?
(ক). হযরত আলী (রাঃ)
(খ). হযরত যায়েদ (রাঃ)
(গ). হযরত উমর (রাঃ)
(ঘ). হযরত আবু বকর (রাঃ)
উত্তর: (খ). হযরত যায়েদ (রাঃ)
২৫. কোন জায়গায় মুসলমানদেরকে গাছের পাতা ও পশুর শুকনো চামড়া রান্না করে খেতে
হয়েছিল?
(ক). আবিসিনিয়ায়
(খ). মদিনায় হিজরতের সময়
(গ). তায়েফের ময়দানে
(ঘ). শিয়াবে আবু তালিবে
উত্তর: (ঘ). শিয়াবে আবু তালিবে
২৬. ‘রক্তপাতহীন বিজয়’ বলা হয় কোনটিকে?
(ক). খন্দকের বিজয়
(খ). তাবুক বিজয়
(গ). তায়েফ বিজয়
(ঘ). মক্কা বিজয়
উত্তর: (ঘ). মক্কা বিজয়
২৭. কুরাইশরা যখন কাবা সংস্কারের উদ্যোগ নেন তখন রাসুল (সাঃ) এর বয়স কত
ছিল?
(ক). ২৫ বছর
(খ). ২৭ বছর
(গ). ৪০ বছর
(ঘ). ৩৫ বছর
উত্তর: (ঘ). ৩৫ বছর
২৮. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি পবিত্র কোরআনে কতবার
এসেছে?
(ক). ৭ বার
(খ). ৪ বার
(গ). ১১ বার
(ঘ). ৫ বার
উত্তর: (খ). ৪ বার
২৯. 'সীরাতে সরওয়ারে আলম' বইটির লেখক কে?
(ক). আবু সলীম মুহাম্মদ আব্দুল হাই
(খ). নঈম সিদ্দিকী
(গ). সাইয়েদ আবুল আ'লা মওদূদী
(ঘ). আকরাম ফারুক
উত্তর: (গ). সাইয়েদ আবুল আ'লা মওদূদী
৩০. মক্কা অভিযানে রাসূল (সাঃ) এর সাথে কতজন সাহাবী ছিলেন?
(ক).
৭০০০ জন
(খ). ৮০০০ জন
(গ). ৯০০০ জন
(ঘ). ১০০০০ জন
উত্তর: (ঘ). ১০০০০ জন
৩১. রাসুল (সাঃ) কত সালে ইন্তেকাল করেন?
(ক). ৬৩২ খ্রিস্টাব্দে
(খ). ৬৩১ খ্রিস্টাব্দে
(গ). ৬৭০ খ্রিস্টাব্দে
(ঘ). ৭৩২ খ্রিস্টাব্দে
উত্তর: (ক). ৬৩২ খ্রিস্টাব্দে
৩২. রাসুল (সাঃ) কে হত্যার জন্য কুরাইশরা কোথায় বৈঠক করেছিল?
(ক). দারে আরকামে
(খ). কাবা চত্ত্বরে
(গ). আবু জাহেলের বাড়ীতে
(ঘ). দারুন নদোয়ায়
উত্তর: (ঘ). দারুন নদোয়ায়
৩৩. হিলফুল ফুজুল গঠনে রাসুল (সাঃ) এর কোন চাচা এগিয়ে আসেন?
(ক). আবু তালিব
(খ). আবু লাহাব
(গ). হামজা (রাঃ)
(ঘ). জুবায়ের (রাঃ)
উত্তর: (ঘ). জুবায়ের (রাঃ)
৩৪. সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি?
(ক). হযরত আলী (রাঃ)
(খ). হযরত খাদিজা (রাঃ)
(গ). হযরত আবু হুরায়রা (রাঃ)
(ঘ). হযরত আয়েশা (রাঃ)
উত্তর: (গ). হযরত আবু হুরায়রা (রাঃ)
৩৫. রাসুল (সাঃ) সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহন করেন?
(ক). বদর
যুদ্ধে
(খ). ফুজ্জারের যুদ্ধে
(গ). মুতার যুদ্ধে
(ঘ). সিফফিনের যুদ্ধে
উত্তর: (খ). ফুজ্জারের যুদ্ধে
৩৬. মুসলমানরা কত বছর মক্কায় গোপনে দাওয়াতি কাজ করেন?
(ক). ১০ বছর
(খ). ১৩ বছর
(গ). ৩ বছর
(ঘ). ৭ বছর
উত্তর: (গ). ৩ বছর
৩৭. হুদায়বিয়ার সন্ধির লেখক কে ছিলেন?
(ক). হযরত ওসমান (রাঃ)
(খ). হয়রত যায়েদ (রাঃ)
(গ). হযরত তালহা (রাঃ)
(ঘ). হযরত আলী (রাঃ)
উত্তর: (ঘ). হযরত আলী (রাঃ)
৩৮. ইচ্ছাকৃত নামাজ ত্যাগকারীর ফলাফল কি?
(ক). জাহান্নাম
(খ). জান্নাত
(গ). ক্ষমার অযোগ্য
(ঘ). ক্ষমা প্রাপ্ত
উত্তর: (ক). জাহান্নাম
৩৯. কোন সূরায় হস্তী বাহিনীর কথা বলা হয়েছে?
(ক). সূরা ফীল
(খ). সুরা নিসা
(গ). সূরা বাকারা
(ঘ). সূরা তওবা
উত্তর: (ক). সূরা ফীল
৪০. "ঐ ব্যক্তিই প্রকৃত মুসলমান যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ" -
এটি কার কথা?
(ক). আল্লাহর
(খ). মুহাম্মদ (সাঃ)
(গ). উমর (রাঃ)
(ঘ). আলী (রাঃ)
উত্তর: (খ). মুহাম্মদ (সাঃ)
৪১. অজুর ফরজ কয়টি?
(ক). ৪ টি
(খ). ৩ টি
(গ). ২ টি
(ঘ). ৭টি
উত্তর: (ক). ৪ টি
৪২. পবিত্র কোরআনে কতজন নবী-রাসুলের নাম উল্লেখ আছে?
(ক). ২০ জন
(খ). ২৩ জন
(গ). ২২ জন
(ঘ). ২৫ জন
উত্তর: (ঘ). ২৫ জন
৪৩. রাসুল (সাঃ) কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন?
(ক). ৫৭০ খ্রিস্টাব্দে
(খ). ৬২২ খ্রিস্টাব্দে
(গ). ৬৩১ খ্রিস্টাব্দে
(ঘ). ৬১৩ খ্রিস্টাব্দে
উত্তর: (খ). ৬২২ খ্রিস্টাব্দে
৪৪. "আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষন না তারা নিজেদের অবস্থা
পরিবর্তন করে"- এটি কার বাণী?
(ক). আল্লাহর
(খ). মুহাম্মদ (সাঃ)
(গ). উমর (রাঃ)
(ঘ). আলী (রাঃ)
উত্তর: (ক). আল্লাহর
৪৫. খন্দকের যুদ্ধের অপর নাম কি?
(ক). মুতার যুদ্ধ
(খ). তাবুক যুদ্ধ
(গ). আহযাবের যুদ্ধ
(ঘ). ফুজ্জারের যুদ্ধ
উত্তর: (গ). আহযাবের যুদ্ধ
৪৬. আবু হুরায়রা (রাঃ) এর প্রকৃত নাম কি?
(ক). আব্দুর রহমান বিন সখর
(খ). আব্দুল্লাহ ইবনু আব্বাস
(গ). আবু সাইদ খুদরি
(ঘ). আমর ইবনুল আস
উত্তর: (ক). আব্দুর রহমান বিন সখর
৪৭. ইকামাতে দ্বীন বা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা কি?
(ক). ফরজ
(খ). ওয়াজিব
(গ). সুন্নাত
(ঘ). মুস্তাহাব
উত্তর: (ক). ফরজ
৪৮. কখন থেকে ৫ ওয়াক্ত নামাজের বিধান কার্যকর হয়?
(ক). নবুওতের দশম বছর থেকে
(খ). নবুওতের অষ্টম বছর থেকে
(গ). নবুওতের ষষ্ঠ বছর থেকে
(ঘ). নবুওতের চতুর্থ বছর থেকে
উত্তর: (ক). নবুওতের দশম বছর থেকে
৪৯. পৃথিবীর সর্বপ্রাচীন গৃহের নাম কি?
(ক). মসজিদুল আকসা
(খ). কাবা
(গ). মসজিদে নববী
(ঘ). মসজিদে কুঁড়া
উত্তর: (খ). কাবা
৫০. "মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ সাঃ" - বইটির লেখক কে?
(ক). আব্দুস শহীদ নাসিম
(খ). আকরাম ফারুক
(গ). নঈম সিদ্দিকী
(ঘ). সাইয়েদ আবুল আ'লা মওদূদী
উত্তর: (গ). নঈম সিদ্দিকী
৫১. কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম মুহাম্মাদ
রাখেন?
(ক). দাদা আবদুল মুত্তালিব
(খ). চাচা আমীর হামজা
(গ). চাচা আবু তালিব
(ঘ). খাদিজা রা এর চাচাতো ভাই ওয়ারাকা
উত্তর: (ক). দাদা আবদুল মুত্তালিব
৫২. নবীজীর কত বছর বয়সে তাঁর দাদা আবদুল মুত্তালিব ইন্তেকাল করেন?
(ক). ৬ বছর
(খ). ৮ বছর
(গ). ৯ বছর
(ঘ). ১০ বছর
উত্তর: (খ). ৮ বছর
৫৩. নবীজী কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে শাম দেশ (সিরিয়া) সফর করেন?
(ক). ৮ বছর
(খ). ৯ বছর
(গ). ১০ বছর
(ঘ). ১২ বছর
উত্তর: (ঘ). ১২ বছর
ক্লাস ওয়ান থেকে শুরু করে এডমিশন পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট
পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ওয়েবসাইট লিংক:
www.faifinity.com