চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ B2 ইউনিট প্রশ্ন সমাধান - CU B2 Unit Question Solution

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ B2 ইউনিট প্রশ্ন সমাধান, CU B2 Unit Question, CU B2 Unit Admission Question Solution, চবি ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ইউনিটে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ এর B2 ইউনিটের প্রশ্নাবলীর সমাধান প্রদান করা হলো ‌।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ B2 ইউনিট প্রশ্ন সমাধান - CU B2 Unit Question Solution

বাংলা অংশের প্রশ্ন সমাধান

01. সাধারণ গুণের উল্লেখ ব্যতীত উপমেয়ের সঙ্গে উপমান পদের যে সমাস হয় তার নাম কী?
(A) মধ্যপদলোপী কর্মধারয়
(B) মধ্যপদলোপী কর্মধারয়
(C) মধ্যপদলোপী কর্মধারয়
(D) মধ্যপদলোপী কর্মধারয়
Note: সাধারণ গুণের উল্লেখ ব্যতীত উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। অর্থাৎ, সঠিক উত্তর এখানে উল্লেখ নাই।
[সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ: নবম-দশম শ্রেণি]

02. কমলাকান্তের দপ্তর কোন শ্রেণির রচনা?
(A) গল্প
(B) নকশা
(C) উপন্যাস
(D) আত্মজীবনী
সঠিক উত্তর: (B) নকশা

03. কোনটি যোগরূঢ় শব্দ?
(A) পঙ্কজ
(B) পাঞ্জাবি
(C) পঁয়ত্রিশ
(D) বাবুয়ানা
সঠিক উত্তর: (A) পঙ্কজ

04. 'দেউল'- এর সমার্থক শব্দ কোনটি?
(A) মন্দির
(B) দেহ
(C) মন
(D) আত্মা
সঠিক উত্তর: (A) মন্দির

05. লর্ড ক্লাইড আত্মহত্যা করেন-।
(A) ১৭৭৩-এর ১৫ ডিসেম্বর
(B) ১৭৭৪-এর ২ নভেম্বর
(C) ১৭৭৪-এর ২২ নভেম্বর
(D) ১৭৭৫-এর ২০ ডিসেম্বর
সঠিক উত্তর: (C) ১৭৭৪-এর ২২ নভেম্বর

06. ‘সে কী রাগ, সে কী তেজ, সে কী গোঁ- কোন রচনার অংশ?
(A) ‘আমার পথ’
(B) ‘বিলাসী’
(C) ‘রেইনকোট’
(D) ‘মাসি-পিসি’
সঠিক উত্তর: (D) ‘মাসি-পিসি’

07. কোনটি ছড়ার ছন্দ?
(A) অক্ষরবৃত্ত
(B) স্বরবৃত্ত
(C) মাত্রাবৃত্ত
(D) ত্রিপদী
সঠিক উত্তর: (B) স্বরবৃত্ত

08. কোনটি কোলন চিহ্ন?
(A) ;
(B) :
(C) ,
(D) “”
সঠিক উত্তর: (B) :

09. ‘নেকলেস’ গল্পটি সর্বপ্রথম কোন ভাষায় রচিত হয়েছিল?
(A) ইংরেজি
(B) ফরাসি
(C) জার্মান
(D) ইতালীয়
সঠিক উত্তর: (B) ফরাসি

10. Yardstick-এর বাংলা পরিভাষা —
(A) মানদণ্ড
(B) রাজদণ্ড
(C) গজকাঠি
(D) চাবিকাঠি
সঠিক উত্তর: (A) মানদণ্ড

11. কোন বানানটি সঠিক?
(A) বিদ্ব্যোজ্জন
(B) বিদ্বজ্জন
(C) বিদ্ব্যেজ্জন
(D) বিদ্বজ্যন
সঠিক উত্তর: (B) বিদ্বজ্জন

12. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম-।
(A) মুসলমানীর গল্প
(B) অতিথি
(C) ল্যাবরেটরি
(D) শুভা
সঠিক উত্তর: (A) মুসলমানীর গল্প

13. সৌজন্য শব্দের প্রকৃতি প্রত্যয়
(A) সুজন + ঈয়
(B) সুজন + য
(C) সুজন + যন্ত
(D) সুজন + অ
সঠিক উত্তর: (B) সুজন + য

14. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালামের মুখকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
(A) ঘাতক
(B) তরুণ শ্যামল পূর্ববাংলা
(C) বাংলাদেশের পতাকা
(D) নক্ষত্র
সঠিক উত্তর: (B) তরুণ শ্যামল পূর্ববাংলা

15. নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?
(A) জালিয়া-জাইলা
(B) মাইয়া-মেয়ে
(C) স্পর্ধা- অস্পর্ধা
(D) পূজা- পুজো
সঠিক উত্তর: (A) জালিয়া-জাইলা

16. ‘মানবকল্যাণ’ নামক রচনায় বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন প্রমুখ কবিরা প্রাসঙ্গিক হয়েছেন কী হিসেবে?
(A) মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর হিসেবে
(B) নতুন ছন্দের প্রবর্তক হিসেবে
(C) বুদ্ধিজীবী হিসেবে
(D) প্রশাসক হিসেবে
সঠিক উত্তর: (A) মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর হিসেবে

17. Epicurism-এর পরিভাষা —
(A) বর্ণবাদ
(B) পরিবেশবাদ
(C) ভোগবাদ
(D) নিয়তিবাদ
সঠিক উত্তর: (C) ভোগবাদ

18. বাঁশি বাজে ওই দূরে চেনা কি অচেনা সূরে- এটি কোন বাচ্য?
(A) কর্তৃবাচ্য
(B) কর্মকর্তৃবাচ্য
(C) ভাববাচ্য
(D) কর্মবাচ্য
সঠিক উত্তর: (B) কর্মকর্তৃবাচ্য

19. সিরাজউদ্দৌলা নাটকের মোট বারোটি দৃশ্যের কয়টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত?
(A) বারোটি
(B) আটটি
(C) সাতটি
(D) নয়টি
সঠিক উত্তর: (B) আটটি

20. কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা?
(A) Rajmohan's Wife
(B) Rezia
(C) Captive Lady
(D) A Golden Age
সঠিক উত্তর: (A) Rajmohan's Wife

21. দোজখ কোন ভাষার শব্দ?
(A) ফরাসি
(B) পাঞ্জাবি
(C) ফারসি
(D) আরবি
সঠিক উত্তর: (C) ফারসি

22. নিচের কোনটি শুদ্ধ বানান?
(A) সংকীর্তণ
(B) সংকীর্তন
(C) সংকির্তন
(D) সঙ্কীর্তন
সঠিক উত্তর: (B) সংকীর্তন

23. মুহাম্মদ আবদুল হাই-এর মতে বাংলা দ্বিস্বরধ্বনির সংখ্যা মোট কত?
(A) ১৯টি
(B) ২৫টি
(C) ৩১টি
(D) ৪৮টি
সঠিক উত্তর: (C) ৩১টি

24. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় হাত থেকে কী ঝরে?
(A) বর্ণমালা
(B) বীরের রক্ত
(C) বিপ্লবধারা
(D) নক্ষত্ররাজি
সঠিক উত্তর: (A) বর্ণমালা

25. রচনায় লেখকের বিদ্যাপ্রকাশের চেষ্টা পাঠকের জন্য কী হয়ে ওঠে?
(A) সুখকর
(B) বিরক্তিকর
(C) আকর্ষণীয়
(D) উপকারী
সঠিক উত্তর: (B) বিরক্তিকর

26. 'চারিদিকে বাঁকা জল করিছে খেলা' এখানে 'বাঁকা জল' কীসের প্রতীক?
(A) অনন্ত কালস্রোত
(B) মহাকাল
(C) চিরায়ত শিল্পলোক
(D) সৃষ্টি সম্ভার
সঠিক উত্তর: (A) অনন্ত কালস্রোত

27. 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার প্রতিটি পঙ্ক্তির দুটি পর্বের মাত্রা বিন্যাস কোনটি?
(A) ৮+৬
(B) ৭+৭
(C) ৬+৮
(D) ৮+৫
সঠিক উত্তর: (A) ৮+৬

28. ‘নেকলেস’ গল্পে কোন মাছের উল্লেখ রয়েছে?
(A) স্যামন
(B) মৃগেল
(C) রোহিত
(D) রূপচাঁদা
সঠিক উত্তর: (C) রোহিত

29. 'রেইনকোট' গল্পে কোন দিন সকালে জল নামল?
(A) বুধবার
(B) মঙ্গলবার
(C) সোমবার
(D) বৃহস্পতিবার
সঠিক উত্তর: (B) মঙ্গলবার

30. 'পদ্মা' কবিতায় 'ঢের সমুদ্রের স্বাদ বলতে কী বোঝানো হয়েছে?
(A) প্রচুর অভিজ্ঞতা
(B) প্রচণ্ড লবণাক্ততা
(C) সমুদ্রপথে দুর্ঘটনা
(D) সামুদ্রিক মাছের প্রাচুর্য
সঠিক উত্তর: (A) প্রচুর অভিজ্ঞতা

ইংলিশ অংশের প্রশ্ন সমাধান

Choose the most appropriate word(s) phrase to fill in the blank in the given sentences.

01. There has not been a great response to the sale, —?
(A) does there
(B) hasn't there
(C) hasn't it
(D) has there
Right Answer: (D) has there

02. A ‘cuphemism’ is a mild or roundabout word or phrase —
(A) used to communicate the writer's strong, overpowering emotion
(B) used to indicate a common idea in a clear, unambiguous way
(C) used in place of a word or phrase considered painful or offensive
(D) None of the above
Right Answer: (C) used in place of a word or phrase considered painful or offensive

03. Something pertaining to the moon is-
(A) solar
(B) martian
(C) lunar
(D) none
Right Answer: (C) lunar

04. He was — without a trial.
(A) enprisoned
(B) unprisoned
(C) imprisoned
(D) none
Right Answer: (C) imprisoned

05. Sultana's Dream is authored by —.
(A) Rokeya Sakhawat Hossain
(B) Virginia woolf
(C) Tahmima Anam
(D) None
Right Answer: (A) Rokeya Sakhawat Hossain

06. The teacher asked if — to bring our textbooks to class.
(A) all we had remembered
(B) we had all remembered
(C) had we all remembered
(D) had all we remembered
Right Answer: (B) we had all remembered

07. he works by fits and starts in the office. The underlined idiomatic expression means—.
(A) sincerely
(B) irregularly
(C) punctually
(D) slowly
Right Answer: (B) irregularly

08. The correctly spelt word is —
(A) quram
(B) quorum
(C) quoram
(D) qurum
Right Answer: (B) quorum

09. Man aspires — riches.
(A) for
(B) about
(C) after
(D) at
Right Answer: (C) after

10. The magnificent — temple was constructed by the Chinese.
(A) eight-centunes-old
(B) eight-century's-old
(C) old-eight centuries
(D) eight-century-old
Right Answer: (D) eight-century-old

11. Last year, Mrittika camed — her brother, who has a better position.
(A) twice as much as
(B) twice more than
(C) twice as many as
(D) twice as more as
Right Answer: (A) twice as much as

12. Pioneer men and women endured terrible hardships. and —.
(A) so did their children
(B) neither did the children
(C) also the childs
(D) so did their children
Right Answer: (A) so did their children

13. — received law degrees as today.
(A) Never so many women have
(B) Never have so many women
(C) The women arentever
(D) Women who have never
Right Answer: (B) Never have so many women

14. Having been served lunch. —
(A) The problem was discussed by the members of the committee
(B) the committee members discussed the problem
(C) it was discussed by 1 committee members
(D) a discussion of the problem was made by the members of the committee
Right Answer: (B) the committee members discussed the problem

15. Identify the correct sentence.
(A) he says me a fool
(B) In the accident, a number of passengers were dead
(C) Each of the guest was pleased at the party.
(D) They discussed about the matter.
Right Answer: (C) Each of the guest was pleased at the party.

16. The correct spelling is -.
(A) Pulitzar
(B) Pulitzer
(C) Pulitser
(D) Pulitjer
Right Answer: (B) Pulitzer

17. This custom is in vogue now. The underlined indiomatic expression neans—
(A) Popular
(B) old-fashioned
(C) in practice
(D) none
Right Answer: (A) Popular

18. If she — harder, she would have passed the exam.
(A) studied
(B) studies
(C) had studied
(D) has studied
Right Answer: (C) had studied

19. “As cunning as a —” The missing word in this simile is —
(A) tiger
(B) fox
(C) lion
(D) elephant
Right Answer: (B) fox

20. Only after the meeting — how crucial the decision was.
(A) the realized
(B) did they realise
(C) had they realized
(D) they had realized
Right Answer: (B) did they realise

21. For the first week the apprentice felt —.
(A) like a fish out of water
(B) like a lion in the eage
(C) like a dog with two tails
(D) like a boss
Right Answer: (A) like a fish out of water

22. The previous tenants were — for not paying on time.
(A) sentenced
(B) evicted
(C) assessed
(D) forfeited
Right Answer: (B) evicted

23. Be careful while driving — weather conditions.
(A) under averse
(B) under adverse
(C) while adverse
(D) during adverse
Right Answer: (B) under adverse

24. A mattador is a —.
(A) bullfighter
(B) fire-fighter
(C) actor
(D) none
Right Answer: (A) bullfighter

25. The word meaning ‘a large church’ is —
(A) cathedral
(B) catastrophe
(C) category
(D) catacomb
Right Answer: (A) cathedral

26. Speech can be a curse because it can —.
(A) reveal our intentions
(B) lead to carelessness
(C) hurt others
(D) create misunderstanding
Right Answer: (D) create misunderstanding

27. ‘A slip of tongue’ means something said —
(A) unintentionally
(B) by chance
(C) without giving proper thought
(D) to hurt another person
Right Answer: (A) unintentionally

28. The best way to win a friend is to avoid — in speech.
(A) ambiguity
(B) verbosity
(C) irony
(D) pomposity
Right Answer: (A) ambiguity

29. While talking to an uneducated person, we should use —.
(A) polite language
(B) ordinary speech
(C) his vocabulary
(D) simple word
Right Answer: (D) simple word

30. If one used the same style of language with everyone, one would sound —.
(A) democratic
(B) stupid
(C) boring
(D) intelligent
Right Answer: (B) stupid

সাধারন জ্ঞান অংশের প্রশ্ন সমাধান

01. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
(A) ৬
(B) ৮
(C) ১০
(D) ১২
সঠিক উত্তর: (A) ৬

02. মৌমাছির চাষ হলো—
(A) এপিকালচার
(B) সেরিকালচার
(C) হর্টিকালচার
(D) পিসিকালচার
সঠিক উত্তর: (A) এপিকালচার

03. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভের (www) জনক বলা হয় কাকে?
(A) টমলিনসন
(B) ফ্রেড কোহেন
(C) টিমোথি জন বার্নাস-লি
(D) গুগলিয়েলমো মার্কেনি
সঠিক উত্তর: (C) টিমোথি জন বার্নাস-লি

04. জাতীয় পতাকা ১৯৭১ সালে কোন তারিখে প্রথম উত্তোলিত হয়?
(A) ২ মার্চ
(B) ৩ মার্চ
(C) ৭ মার্চ
(D) ২৬ মার্চ
সঠিক উত্তর: (A) ২ মার্চ

05. আধুনিক ফুটবল খেলার উৎপত্তি কোথায়?
(A) ফ্রান্সে
(B) ব্রাজিলে
(C) ইংল্যান্ড
(D) হল্যান্ডে
সঠিক উত্তর: (C) ইংল্যান্ড

06. ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- এ গানের গীতিকার কে?
(A) আবদুল লতিফ
(B) আসাদ চৌধুরী
(C) আবদুল গাফফার চৌধুরী
(D) আলতাফ মাহমুদ
সঠিক উত্তর: (C) আবদুল গাফফার চৌধুরী

07. ‘চট্টগ্রাম’ প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
(A) গৌড়
(B) হরিকেল
(C) পুণ্ড্র
(D) তাম্রলিপ্ত
সঠিক উত্তর: (B) হরিকেল

08. ‘প্রান্তিক হ্রদ’ কোন জেলায় অবস্থিত?
(A) রাঙ্গামাটি
(B) বান্দরবান
(C) কক্সবাজার
(D) সিলেট
সঠিক উত্তর: (B) বান্দরবান

09. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়—
(A) ৪ মে ১৯৭২
(B) ৫ ডিসেম্বর ২০২৪
(C) ১ জানুয়ারি ২০২৫
(D) ২ জানুয়ারি ২০২৫
সঠিক উত্তর: (D) ২ জানুয়ারি ২০২৫

10. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়—
(A) ১৯৭৩ সালে
(B) ১৯৭৪ সালে
(C) ১৯৭৬ সালে
(D) ১৯৭৭ সালে
সঠিক উত্তর: (B) ১৯৭৪ সালে

11. মরমী কবি বলা হয় কাকে?
(A) হাসন রাজা
(B) লালন শাহ
(C) জসিমউদ্দীন
(D) নজরুল ইসলাম
সঠিক উত্তর: (A) হাসন রাজা

12. ডেঙ্গুজ্বরের বাহক কোন মশা?
(A) অ্যাডিস মশা
(B) কিউলেক্স মশা
(C) অ্যানোফিলিস মশা
(D) সব ধরনের মশা
সঠিক উত্তর: (A) অ্যাডিস মশা

13. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোন জেলায়?
(A) ভোলা
(B) খুলনা
(C) বরিশাল
(D) চট্টগ্রাম
সঠিক উত্তর: (A) ভোলা

14. ই-মেইল পদ্ধতি চালু করেন কে?
(A) টিমোথি জন বার্নাস-লি
(B) রেমন্ড স্যামুয়েল টমলিনসন
(C) স্টিভ জবস
(D) জন ভন নিউম্যান
সঠিক উত্তর: (B) রেমন্ড স্যামুয়েল টমলিনসন

15. বঙ্গভঙ্গ রদ করা হয় কোন সালে?
(A) ১৯১১ সালে
(B) ১৯১২ সালে
(C) ১৯১৪ সালে
(D) ১৯১৭ সালে
সঠিক উত্তর: (A) ১৯১১ সালে

16. যকৃতের রোগ কোনটি?
(A) হাম
(B) কলেরা
(C) টাইফয়েড
(D) জন্ডিস
সঠিক উত্তর: (D) জন্ডিস

17. বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে জড়িত?
(A) ফিলিস্তিন
(B) তুরস্ক
(C) ইসরাইল
(D) আজারবাইজান
সঠিক উত্তর: (C) ইসরাইল

18. ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়?
(A) ম্যারাডোনা
(B) মেসি
(C) পেলে
(D) রোমারিও
সঠিক উত্তর: (A) ম্যারাডোনা

19. অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তা কে?
(A) এডাম স্মিথ
(B) অমর্ত্য সেন
(C) কার্ল মার্কস
(D) রবার্ট ম্যালথাস
সঠিক উত্তর: (D) রবার্ট ম্যালথাস

20. কোন দেশটি জি-৭ সদস্য?
(A) চীন
(B) জাপান
(C) অস্ট্রেলিয়া
(D) তুরস্ক
সঠিক উত্তর: (B) জাপান

প্রথম শ্রেণী থেকে শুরু করে এডমিশন পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

ওয়েবসাইট লিংক: WWW.FAIFINITY.COM

Post a Comment

সম্মানিত Faifinity.com পাঠক,
আপনি আমাদের সাথে থাকায় আমরা আনন্দিত ও উৎসাহিত। প্রত্যেক পাঠকের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে আমরা নিম্নলিখিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য আপনার সহযোগিতা কামনা করি:

১. গোপনীয়তা সুরক্ষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

২. ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া:
ঘৃণামূলক বক্তব্য বা আপত্তিকর ভাষার প্রতি আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখি। আসুন আমাদের কথোপকথনকে সম্মানজনক এবং বন্ধুত্বপূর্ণ রাখি।

৩. প্রস্তাবিত ভাষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে ইংরেজি বা বাংলা ভাষা ব্যবহার করুন। এই দুটি ভাষা আমাদের একটি পরিষ্কার, বোধগম্য ও সুসংগত আলোচনা বজায় রাখতে সাহায্য করবে।

৪. অন্যের মন্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া:
সকল পাঠকের মন মানসিকতা ধ্যান-ধারণা কখনো একরকম হতে পারে না। তাই অন্যের মন্তব্যের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করুন।

৫. ধর্মীয় বিষয়ে আলোচনা এড়িয়ে চলা:
একটি সুসংগত প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য আমরা আপনার প্রতি অনুরোধ করছি যে আপনি আপনার মন্তব্যে যে কোন ধর্মীয় বিষয়ে আলোচনা থেকে বিরত থাকুন।

মনে রাখবেন আপনার মন্তব্য, মতামত ও পরামর্শ আমাদের নিকট মূল্যবান। আমরা আমাদের পাঠকদের জন্য একটি সুসংগত প্ল্যাটফর্ম তৈরিতে আপনার সহযোগিতা কামনা করি এবং আপনার প্রতিশ্রুতির প্রশংসা করি। আসুন গঠনমূলক ও সম্মানজনক আলোচনার মাধ্যমে একসাথে শিখতে, শেখাতে ও বেড়ে উঠতে সাহায্য করি।

Faifinity.com ওয়েবসাইটের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ☄

______________________________________________
কোন মতামত বা পরামর্শ থাকলে info.faifinity@gmail.com ইমেইলের মাধ্যমে আমাদের জানাতে পারেন।