প্রত্যেক মুসলিমের উচিত ছোটবেলা থেকেই তার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। তাদেরকে ইসলামের ব্যাসিক বিষয়াবলী শিক্ষা দেওয়া। এতে ছোটবেলা থেকেই তারা ইসলামের অতি আকৃষ্ট হবে এবং ইসলাম ও ইসলামের বিধি-বিধান সম্পর্কে জানতে পারবে । নিচে ইসলাম সম্পর্কিত ব্যাসিক কিছু প্রশ্ন ও এর উত্তর প্রদান করা হলো।
ইসলাম সম্পর্কিত ব্যাসিক কিছু প্রশ্নোত্তর:
১. প্রশ্ন: আমাদের সৃষ্টিকর্তা কে?
উত্তর:
মহান আল্লাহ তা'য়ালা
২. প্রশ্ন: মুসলমাদের ধর্মের নাম কি?
উত্তর:
ইসলাম ধর্ম
৩. প্রশ্ন: সর্বশেষ নবী কে?
উত্তর:
হযরত মুহাম্মাদ (সা.)
৪. প্রশ্ন : সমস্ত পৃথিবী কে সৃষ্টি করেছেন?
উত্তর:
মহান আল্লাহ তা'য়ালা
৫. প্রশ্ন: ঈমান অর্থ কি?
উত্তর:
ঈমান অর্থ বিশ্বাস
৬. প্রশ্ন: ঈমান ইসলামের কততম ভিত্তি?
উত্তর:
ঈমান ইসলামের প্রথম ভিত্তি
৭. প্রশ্ন: আমরা কার আদেশ মেনে চলবো?
উত্তর:
মহান আল্লাহ তা'য়ালার
৮. প্রশ্ন: সকল প্রাণীর জীবন-মরণ কার হাতে?
উত্তর:
মহান আল্লাহ তা'য়ালার হাতে
৯. প্রশ্ন: ইসলাম ধর্মের মূল ভিত্তি গুলো কি কি?
উত্তর:
ইসলাম ধর্মের মূল ভিত্তি গুলো হলো: কালেমা, নামাজ, রোজা, হজ্জ, যাকাত
১০. প্রশ্ন: ইসলাম ধর্ম কি?
উত্তর:
ইসলাম ধর্মের অর্থ শান্তির বিধান বা পথ
১১. প্রশ্ন: মহান আল্লাহ তা'য়ালার পাঁচটি গুণবাচক নাম বল?
উত্তর:
আর রহমান, আর রাহীম, আল খালেকু, আর রাজ্জাকু, আল ক্বাদিরু
১২. প্রশ্ন: ঈমানের কয়টি অংশ ও কি কি?
উত্তর:
ঈমানের তিনটি অংশ, যথা: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা