আলোকিত জ্ঞানী ২০২৫ অর্থাৎ ১১ তম সিজনের প্রথম এপিসোডের প্রশ্নাবলী ও উত্তর - Alokito Geani S11 E01

Alokito Geani 2025, Alokito Geani 2025 QnA, আলোকিত জ্ঞানী ২০২৫, আলোকিত জ্ঞানী ২০২৫ এর প্রশ্নাবলী ও উত্তর, আলোকিত জ্ঞানী সিজন ১১ এপিসোড ০১ প্রশ্নোত্তর

আলোকিত জ্ঞানী কি?

আলোকিত জ্ঞানী বাংলাদেশের একটি ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো। এই শো তে কয়েকজন প্রতিযোগিকে বিভিন্ন ইসলামিক ও সমসাময়িক বিষয়ে প্রশ্ন করা হয়। এরপর তিনটি ধাপে যাচাই-বাছাই এর মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচন করা হয় এবং তাদেরকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়। প্রতি বছর রমাদান মাসে এ অনুষ্ঠানটি কোন একটা টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়। আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের যাত্রা মূলত ২০১৫ সাল থেকে। ২০২৫ সালে এটি ১১তম সিজনে প্রবেশ করেছে। নিচে আলোকিত জ্ঞানী ২০২৫ অর্থাৎ ১১ তম সিজনের প্রথম এপিসোডের প্রশ্নাবলী উত্তর সহ প্রদান করা হলো। যাতে করে নতুন কোন প্রতিযোগী এখান থেকে ধারণা লাভ করতে পারে।

আলোকিত জ্ঞানী ২০২৫ অর্থাৎ ১১ তম সিজনের প্রথম এপিসোডের প্রশ্নাবলী ও উত্তর - Alokito Geani S01 E01

আলোকিত জ্ঞানী ২০২৫ অর্থাৎ ১১ তম সিজনের প্রথম এপিসোডের প্রশ্নাবলী ও উত্তর

প্রথম রাউন্ডের প্রশ্নাবলী - 1st Round Questions

১. কুরআনুল কারীমে বান্দাদের জন্য 'নিদর্শন' বলা হয়েছে কোনটিকে?
A) খেজুর বাগান
B) শস্য ক্ষেত
C) আঙ্গুর বাগান
D) মৃত জমিন
সঠিক উত্তর: D) মৃত জমিন

1. Which is the symbol for the believers according to The Holy Quran?
A) Garden of Date
C) Garden of grape
B) Grain field
D) Lifeless land
Right Answer: D) Lifeless land

২. “কবীরা গুনাহগার ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী এবং ইসলাম থেকে বের হয়ে যায়” এটি কাদের মতবাদ?
A) জাবারিয়াদের
B) খারেজীদের
C) জাহমিয়াদের
D) কাদারিয়াদের
সঠিক উত্তর: B) খারেজীদের

2. Whose doctrine is this: “The person who commits major sin will live eternally in Hell and will be out distant of Islam”?
A) Jabariyas
B) Kharijites
C) Jahmiyyas
D) Qadariyyas
Right Answer: B) Kharijites

৩. সম্প্রতি চালু হওয়া বিশ্বের তৃতীয় ও আফ্রিকার বৃহত্তম জামে মসজিদ কোন দেশে অবস্থিত?
A) আলজেরিয়া
B) মরক্কো
C) তিউনিশিয়া
D) নাইজেরিয়া
সঠিক উত্তর: A) আলজেরিয়া

3. In which African country the third largest mosque in the world is located which was recently inaugurated?
A) Algeria
B) Morocco
C) Tunisia
D) Nigeria
Right Answer: A) Algeria

দ্বিতীয় রাউন্ডের প্রশ্নাবলী - 2nd Round Questions

৪. মক্কায় কাফেররা কোন সময় পর্যন্ত মুসআব বিন উমায়ের রা. - কে বন্দী করে রেখেছিল?
A) আবিসিনিয়ায় হিজরত পর্যন্ত
B) মদিনায় হিজরত পর্যন্ত
C) শিয়াবে আবি তালিবে বয়কট পর্যন্ত
D) আকাবার প্রথম শপথ পর্যন্ত
সঠিক উত্তর: A) আবিসিনিয়ায় হিজরত পর্যন্ত

4. Till which time Mus'ab ibn Umayr Ra. was held captive by the infidels in Mecca?
A) Until the migration to Abyssinia
B) Until the migration to Medina
C) Until the boycott of Shi'b Abi Talib
D) Until the first oath of Aqaba
Right Answer: A) Until the migration to Abyssinia

৫. বাংলাদেশ কত সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
A) ১৯৮৭ সালে
B) ১৯৮৮ সালে
C) ১৯৯৩ সালে
D) ১৯৯৬ সালে
সঠিক উত্তর: B) ১৯৮৮ সালে

5. In which year did Bangladesh recognize Palestine as a state?
A) In 1987
B) In 1988
C) In 1993
D) In 1996
Right Answer: B) In 1988

৬. অপরকে পানি পান করানোকে হাদীসে কী বলা হয়েছে?
A) সর্বোত্তম আমল
B) সর্বোত্তম ইবাদত
C) সর্বোত্তম সাদাকা
D) সর্বোত্তম মেহমানদারি
সঠিক উত্তর: C) সর্বোত্তম সাদাকা

6. Advised in the Hadith about giving water to drink to others?
A) The best deed
B) The best charity (sadaqah)
C) The best worship
D) The best hospitality
Right Answer: C) The best worship

৭. ওহী অবতীর্ণ হওয়ার প্রাক্কালে নবীজী-এর নিকট কোন জিনিসটি প্রিয় ছিল?
A) মানুষের সাথে কথা বলা
B) মানুষের উপকার করা
C) নির্জনতা অবলম্বন করা
D) হিলফুল ফুযুল প্রতিষ্ঠা করা
সঠিক উত্তর: C) নির্জনতা অবলম্বন করা

7. What was the most beloved thing to the Prophet PBUH before the arrival of Revelation (Wahi)?
A) Talking to people
B) Helping people
C) Maintaining solitude
D) Establishing Hilf al-Fudul
Right Answer: C) Maintaining solitude

তৃতীয় রাউন্ডের প্রশ্নাবলী/3rd Round Questions

৮. কোন সূরা মক্কায় নাযিল হওয়ার পাশাপাশি ৭০ হাজার ফেরেশতা অবতীর্ণ হয়েছিল এবং দিগন্ত ঢেকে গিয়েছিল?
A) সূরা আল আন আম
B) সূরা ইউসুফ
C) সূরা আল আ'রাফ
D) সূরা আল আনফাল
সঠিক উত্তর: A) সূরা আল আন আম

8. On the full revelation time of which Surah in Mecca, 70 thousand angels also were descending and covered the horizon?
A) Surah Al-An'am
B) Surah Yusuf
C) Surah Al-A'raf
D) Surah Al-Anfal
Right Answer: A) Surah Al-An'am

৯. কোন উমাইয়া খলিফা সম্পর্কে বিখ্যাত তাবেয়ী নাফে রহ. বলেছেন, 'আমি মদিনা নগরীতে তার চেয়ে অধিক হৃদয়গ্রাহী, প্রাজ্ঞ, অতি ইবাদতগুজার এবং কুরআনের অন্তর্নিহিত দর্শন সম্পর্কে জ্ঞাত কোন যুবক দেখিনি'?
A) উমার ইবনে আব্দুল আজিজ রহ.
B) মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রা.
C) আব্দুল মালিক ইবনে মারওয়ান রহ.
D) হিশাম ইবনে আব্দিল মালিক রহ.
সঠিক উত্তর: C) আব্দুল মালিক ইবনে মারওয়ান রহ.

9. The famous Tabi'i Nafi' Rah. said "I have never seen anyone more impressive, wise, pious, and knowledgeable young man in the city of Medina than he is." about which Umayyad caliph?
A) Umar ibn Abdul Aziz Rah.
B) Muawiyah ibn Abi Sufyan Ra.
C) Abd al-Malik ibn Marwan Rah.
D) Hisham ibn Abd al-Malik Rah.
Right Answer: C) Abd al-Malik ibn Marwan Rah.

১০. আত্মশুদ্ধিমূলক মর্মস্পর্শী একটি অসাধারণ নাশীদ শুনলাম। বলতে হবে, নাশীদটি কার কণ্ঠে শুনলাম?
A) আহমাদ আন নুফাইস
B) মুহাম্মাদ আল মুক্বীত
C) আহমেদ বুখাতির
D) হামুদ আল খুদার
সঠিক উত্তর: B) মুহাম্মাদ আল মুক্বীত

10. Who is the singer of the wonderful, soul-purifying, heart touching nasheed that we have heard?
A) Ahmad an Nufais
B) Muhammad al-Muqit
C) Ahmed al-Bukhatir
D) Humood Alkhudher
Right Answer: B) Muhammad al-Muqit

লাইফলাইন প্রশ্ন - Lifeline Question

'তাউন' বা মহামারী থেকে পলায়নকারী ব্যক্তিকে হাদীসে কার সাথে তুলনা করা হয়েছে?
উত্তর: জিহাদ হইতে পলায়নকারীর সাথে

To whom it's been compared with the person who runs away from epidemic or Taun (Plague)?
Answer: Who Runs away from Jihad

১১. আবদুল্লাহ ইবনে যুবায়ের রা. এর নাম 'আবদুল্লাহ' কে রেখেছিলেন?
A) তার পিতা যুবায়ের ইবনুল আওয়াম রা.
B) তার মাতা আসমা বিনতে আবু বকর রা.
C) তার নানা আবু বকর সিদ্দিক রা.
D) রাসূলুল্লাহ
সঠিক উত্তর: D) রাসূলুল্লাহ

11. Abdullah ibn al-Zubayr (Ra.) was named 'Abdullah' by whom?
A) His father was Zubair ibn al-Awwam (Ra.)
B) His mother was Asma bint Abu Bakr (Ra.)
C) His grandfather was Abu Bakr As-Siddiq (Ra.)
D) The Prophet (PBUH)
Right Answer: D) The Prophet (PBUH)

জটপট রাউন্ডের প্রশ্ন - Jhatpat Round Questions

১২. কোন ব্যক্তি সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া নাড়া দিবেন?
উত্তর: মুহাম্মাদ

12. Who will first knock the door of heaven?
Answer: Prophet PBUH

১৩. ধনী ভিখারী কী অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে?
উত্তর: মুখমন্ডলে মাংসহীন অবস্থায়

13. How will a rich beggar appear in front of Allah?
Answer: In a state of fleshless in the face

১৪. তায়েফ হতে ফেরার পথে রাসূল (সা.) কোন স্থানে জিনদের বিষয়ে অবগত হন?
উত্তর: ওয়াদিয়ে নাখলা

14. On the way back from Taif in which place Prophet PBUH came to know about Zinad?
Answer: Wadi Nakhla

১৫. কে খাদিজার সাথে রাসূল-এর বিয়ের উদ্যোগ গ্রহণ করেন?
উত্তর: খাদিজা রা. এর বান্ধবী নাফিসা বিনতু মুনাব্বি

15. Who took the initiative for the Prophet Muhammad PBUH to marry Khadija (Ra)?
Answer: Nafisa bint Munabbih the friend of Khadija Ra.

১৬. রাসূল প্রতি শনিবার কোন মাসজিদে দু রাকাত সালাত করতেন?
উত্তর: মাসজিদে কুবা

16. On Saturdays in which mosque did Prophet PBUH used to say 2 rakats of prayer?
Answer: Quba Mosque

১৭. হাসান রা. কার শাসনামলে ইন্তিকাল করেন?
উত্তর: মুয়াবিয়া (রা.)

17. In whose reign Hasan Ra. had Died?
Answer: Mu'awiyah (Ra.)

১৮. ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আদমশুমারী এবং জমি জরিপ করেন কে?
উত্তর: উমার ফারুক (রা.)

18. Who conducted the first census and land survey in the history of Islam?
Answer: Umar Farooq (Ra.)

১৯. কোন ব্যক্তির মায়ের কাছে আল্লাহ তা'আলা ওহী করেছিলেন?
উত্তর: মূসা (আ.)

19. To which person's mother did Almighty Allah reveal?
Answer: The Musa (As.)

Post a Comment

সম্মানিত Faifinity.com পাঠক,
আপনি আমাদের সাথে থাকায় আমরা আনন্দিত ও উৎসাহিত। প্রত্যেক পাঠকের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে আমরা নিম্নলিখিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য আপনার সহযোগিতা কামনা করি:

১. গোপনীয়তা সুরক্ষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

২. ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া:
ঘৃণামূলক বক্তব্য বা আপত্তিকর ভাষার প্রতি আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখি। আসুন আমাদের কথোপকথনকে সম্মানজনক এবং বন্ধুত্বপূর্ণ রাখি।

৩. প্রস্তাবিত ভাষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে ইংরেজি বা বাংলা ভাষা ব্যবহার করুন। এই দুটি ভাষা আমাদের একটি পরিষ্কার, বোধগম্য ও সুসংগত আলোচনা বজায় রাখতে সাহায্য করবে।

৪. অন্যের মন্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া:
সকল পাঠকের মন মানসিকতা ধ্যান-ধারণা কখনো একরকম হতে পারে না। তাই অন্যের মন্তব্যের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করুন।

৫. ধর্মীয় বিষয়ে আলোচনা এড়িয়ে চলা:
একটি সুসংগত প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য আমরা আপনার প্রতি অনুরোধ করছি যে আপনি আপনার মন্তব্যে যে কোন ধর্মীয় বিষয়ে আলোচনা থেকে বিরত থাকুন।

মনে রাখবেন আপনার মন্তব্য, মতামত ও পরামর্শ আমাদের নিকট মূল্যবান। আমরা আমাদের পাঠকদের জন্য একটি সুসংগত প্ল্যাটফর্ম তৈরিতে আপনার সহযোগিতা কামনা করি এবং আপনার প্রতিশ্রুতির প্রশংসা করি। আসুন গঠনমূলক ও সম্মানজনক আলোচনার মাধ্যমে একসাথে শিখতে, শেখাতে ও বেড়ে উঠতে সাহায্য করি।

Faifinity.com ওয়েবসাইটের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ☄

______________________________________________
কোন মতামত বা পরামর্শ থাকলে info.faifinity@gmail.com ইমেইলের মাধ্যমে আমাদের জানাতে পারেন।