একাডেমিক ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল হিসাব করার ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের গ্রেডিং সিস্টেম রয়েছে। তবে বাংলাদেশের প্রচলিত গ্রেডিং সিস্টেম মূলত দুটি। সেগুলো হলো GPA ও CGPA। GPA কে 5.00 ও CGPA কে 4.00 তে হিসাব করা হয়। সাধারণত প্লে থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত মাদ্রাসা, স্কুল ও কলেজগুলোতে GPA 5.00 এবং বিশ্ববিদ্যালয় লেভেলে CGPA 4.00 গ্রেডিং সিস্টেমের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। নিচে GPA এবং CGPA গ্রেডিং সিস্টেম সম্পর্কে আলোচনা করা হলো। এর পাশাপাশি বাংলাদেশের মাদ্রাসা, স্কুল ও কলেজের গ্রেডিং সিস্টেম, বিশ্ববিদ্যালয়ের সাধারণ গ্রেডিং সিস্টেম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম তুলে ধরা হলো।
GPA 5.00 গ্রেডিং সিস্টেম কী?
GPA 5.00 গ্রেডিং সিস্টেম হলো বাংলাদেশের প্রাথমিক সমাপনী (PSC), জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC), মাধ্যমিক (SSC), উচ্চ মাধ্যমিক (HSC) এবং সমমানের পরীক্ষাগুলোর ফলাফল নির্ধারণের জন্য ব্যবহৃত গ্রেডিং পদ্ধতি। তবে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লে থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত মাদ্রাসা, স্কুল ও কলেজগুলোতে ও GPA 5.00 গ্রেডিং পদ্ধতি অনুসরণ করা হয়।
মাদ্রাসা, স্কুল ও কলেজ লেভেলের গ্রেডিং স্কেল তথা GPA 5.00 গ্রেডিং স্কেল
Number | Letter Grade | Grade Point |
---|---|---|
80-100 | A+ | 5.00 |
70-79 | A | 4.00 |
60-69 | A- | 3.50 |
50-59 | B | 3.00 |
40-49 | C | 2.00 |
33-39 | D | 1.00 |
00-32 | F (Fail) | 0.00 |
CGPA 4.00 গ্রেডিং সিস্টেম কী?
CGPA 4.00 গ্রেডিং সিস্টেম হল একটি আন্তর্জাতিক ফলাফল নির্ণয় পদ্ধতি। এটি মূলত বিশ্ববিদ্যালয় লেভেলে ব্যবহার করা হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, আমেরিকা, ইউরোপ ও আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ফলাফল মূল্যায়নের জন্য CGPA 4.00 গ্রেডিং পদ্ধতি ব্যবহার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ গ্রেডিং স্কেল তথা CGPA 4.00 গ্রেডিং স্কেল
Marks (%) | Letter Grade | Grade Point (GPA) |
---|---|---|
80 - 100 | A+ | 4.00 |
75 - 79 | A | 3.75 |
70 - 74 | A- | 3.50 |
65 - 69 | B+ | 3.25 |
60 - 64 | B | 3.00 |
55 - 59 | B- | 2.75 |
50 - 54 | C+ | 2.50 |
45 - 49 | C | 2.25 |
40 - 44 | D | 2.00 |
00-40 | F (Fail) | 0.00 |
সতর্কতা!
পোস্টে উল্লেখিত বেশিরভাগ তথ্য ইন্টারনেট থেকে সংগৃহীত। পোস্ট থেকে তথ্য নেওয়ার আগে সতর্ক থাকা জরুরী
ক্লাস ওয়ান থেকে শুরু করে এডমিশন পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট
পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ওয়েবসাইট লিংক:
faifinity.com