২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে কেন্দ্র করে সারা বাংলাদেশে প্রায় ১৫০০ ছাত্র-জনতা শহীদ হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও এই আন্দোলনের যোগ দিয়েছেন। আর এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার পাঁচজন ছাত্র শহীদ হয়েছেন। ২৪ এর জুলাই বিপ্লবে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ পাঁচ জন ছাত্রের সংক্ষিপ্ত পরিচয় নিচে দেওয়া হলো।
২৪ এর জুলাই বিপ্লবে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদদের পরিচয়
১. শহীদ মোঃ শাকিল হোসেন (পারভেজ), পিতার নাম মো. বেলায়েত হোসেন। তা’মীরুল
মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখার ফাযিল (ডিগ্রি) শ্রেণিতে পড়াশোনা করতেন।
আঘাতের ধরন: বুকে গুলিবিদ্ধ
শাহাদাতের স্থান: উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনে
শাহাদাতের তারিখ: ১৮-০৭-২০২৪
আক্রমণকারী: পুলিশ-ছাত্রলীগের গুলিতে শহীদ হোন।
২. শহীদ মো: আদিল, পিতার নাম মো: আবুল কালাম। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা,
যাত্রাবাড়ির ১০ম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র।
আঘাতের ধরন: পুলিশের আক্রমণে গুলিবিদ্ধ
শাহাদাতের স্থান: ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ
শাহাদাতের তারিখ: ২০-০৭-২০২৪
আক্রমণকারী: পুলিশ।
৩. হাফেজ নাসির ইসলাম, পিতা: মো আশরাফুল ইসলাম। শ্রেণি: আলিম ১ম বর্ষ , শিক্ষা
প্রতিষ্ঠান: তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী।
আঘাতের ধরন: বুকে গুলিবিদ্ধ
শাহাদাতের স্থান: গাজীপুরা ২৭, এশিয়া পাম্পের সামনে
শাহাদাতের তারিখ: ২০-০৭-২০২৪
আক্রমণকারী: যৌথবাহিনির গুলি।
৪. মোঃ ওসমান পাটোয়ারী, পিতার নাম মোঃ আবদুর রহমান। শ্রেণি: আলিম , শিক্ষা
প্রতিষ্ঠান: তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী।
আঘাতের ধরন: গুলিবিদ্ধ
শাহাদাতের স্থান: লক্ষ্মীপুর শহর (তিতা খাঁ মসজিদ রোড)
শাহাদাতের তারিখ: ৪-০৮-২০২৪
আক্রমণকারী: ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা।
৫. সাইয়্যেদ মুনতাসির রহমান আলিফ, পিতা গাজীউর রহমান। তা’মীরুল মিল্লাত কামিল
মাদরাসা, যাত্রাবাড়ির আলিম ১ম বর্ষ, বিজ্ঞান বিভাগের ছাত্র।
আঘাতের ধরন: ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ।
শাহাদাতের স্থান কাজলা,শনিআখড়া,যাত্রাবাড়ী, ঢাকা
শাহাদাতের তারিখ: ০৫-০৮-২০২৪ তারিখ
আক্রমণকারী: ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীরা।
মহান আল্লাহ তাআলা তাদের এই কে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমীন। তাদের জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য।