ফাযিল (স্নাতক) পাস প্রথম বর্ষের চারটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হলো - উলূমুল কুরআন ওয়াল হাদিস ১ম পত্র - তাফসীরুল কুরআন। এই বিষয়ে ১০০ মার্কের পরীক্ষা হয়। পরীক্ষার প্রশ্নে এ বিষয়কে ক, খ, গ ও ঘ এই চার অংশে ভাগ করা হয়। আর পরীক্ষায় উত্তর প্রদানের ক্ষেত্রে ক, গ ও ঘ অংশ থেকে দুটি করে এবং খ অংশ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হয় । এই পোস্টে আমরা ২০২২ সালের উলূমুল কুরআন ওয়াল হাদিস ১ম পত্র অর্থাৎ তাফসীরুল কুরআন প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি। যাতে করে সবাই এই প্রশ্ন থেকে ভালোভাবে ধারণা নিতে পারে এবং পড়তে পারে।
ক, খ, গ এবং ঘ অংশে যে যে প্রশ্ন আসে
ক অংশ: তাফসীরুল জালালাইন
খ অংশ: রাওয়াইউল বয়ান ফি তাফসীরি আয়াতিল
আহকাম
গ অংশ: উলূমুল কুরআন
ঘ অংশ: ইসলামি আদর্শবাদ
২০২২ সালের তাফসীরুল কুরআনের বোর্ড প্রশ্নপত্র বিশ্লেষণ
ক অংশে অর্থাৎ তাফসীরুল জালালাইনে -
- সূরা নূর থেকে দুটি প্রশ্ন
- সূরা নাসর থেকে একটি
- সূরা আসর থেকে দুটি প্রশ্ন এসেছে।
খ অংশে - রাওয়াইউল বয়ান ফি তাফসীরি আয়াতিল আহকামে -
- সূরা মায়েদা থেকে মদ জুয়া সম্পর্কে একটি
- সূরা বাকারা থেকে আয়াত রোহিত কর সম্পর্কে একটি প্রশ্ন এসেছে।
গ অংশে - উলূমুল কুরআনে
- ওহী সম্পর্কে একটি
- কুরআন নাযিল সম্পর্কে একটি
- তাফসীর সম্পর্কে একটি
- আবু বকর (রা:) এর যুগে কোরআন সংকলন বিষয়ে একটি প্রশ্ন এসেছে।
ঘ অংশে - ইসলামি আদর্শবাদে
- তাকওয়া সম্পর্কে একটি
- ইসলামে নারীর অধিকার সম্পর্কে একটি
- সন্ত্রাসবাদ ও এর কারণ সম্পর্কে একটি
- দুর্নীতির পরিচয় ও এর প্রতিরোধ সম্পর্কে একটি প্রশ্ন এসেছে।
উলূমুল কুরআন ওয়াল হাদিস ১ম পত্র - তাফসীরুল কুরআন ২০২২ প্রশ্নপত্রের ছবি




উলূমুল কুরআন ওয়াল হাদিস ১ম পত্র অর্থাৎ তাফসীরুল কুরআন বিষয়ে ভালো করার টিপস
- তাফসির অর্থসহ ভালোভাবে পড়তে হবে ।
- তাফসের সম্পর্কিত প্রশ্নগুলো ও পড়তে হবে।
- নিয়মিত অনুশীলন করতে হবে।
২০২২ সালের উলূমুল কুরআন ওয়াল হাদিস ১ম পত্র অর্থাৎ তাফসীরুল কুরআন প্রশ্নপত্রটির পিডিএফ ডাউনলোড
সর্বশেষ বলতে চাই, পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত পড়ালেখার বিকল্প নেই। তবে যদি বেশি সময় না পাওয়া যায় তবে সাজেশন ফলো করলে ভালো হবে। ভালোভাবে অনুশীলন করতে হবে। পূর্বের সালের প্রশ্নগুলো এক্ষেত্রে কাজে লাগতে পারে ।
প্রথম শ্রেণী থেকে শুরু করে এডমিশন পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ওয়েবসাইট লিংক: WWW.FAIFINITY.COM