ফাযিল (স্নাতক) পাস প্রথম বর্ষের চারটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হলো - উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র - হাদিস ও উসূলুল হাদিস। এই বিষয়ে ১০০ মার্কের পরীক্ষা হয়। পরীক্ষার প্রশ্নে এ বিষয়কে আলিফ, বা, জিম ও দাল এই চার অংশে ভাগ করা হয়। আর পরীক্ষায় উত্তর প্রদানের ক্ষেত্রে আলিফ অংশ থেকে চারটি বা অংশ থেকে দুটি, জিম অংশ থেকে দুটি ও দাল অংশ থেকে পাঁচটিসহ মোট ১৩ টি প্রশ্নের উত্তর দিতে হয় । এই পোস্টে আমরা ২০২২ সালের উলূমুল কুরআন ওয়াল হাদিস ১ম পত্র অর্থাৎ হাদিস ও উসূলুল হাদিস প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি। যাতে করে সবাই এই প্রশ্ন থেকে ভালোভাবে ধারণা নিতে পারে এবং পড়তে পারে।
উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র সংক্ষিপ্ত পরিচিতি
পরিক্ষা কোড: ৩০১
বিষয় কোড: ১০২
পূর্ণমান: ১০০
সময়: ৩ ঘন্টা
প্রশ্নের অংশ: ৪টি (আলিফ, বা, জিম ও দাল)
আলিফ, বা, জিম ও দাল অংশে যে যে প্রশ্ন আসে
আলিফ অংশ: হাদিসের অনুবাদ লিখন (৭টি থেকে ৪টি)
বা অংশ: হরকত সহ হাদিস লিখন (৪টি থেকে ২টি)
জিম অংশ: উসূলুল হাদিস থেকে প্রশ্ন লিখন (৪টি থেকে ২টি)
দাল অংশ: হাদিস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে টীকা লিখন (৮টি থেকে ৫টি)
২০২২ সালের হাদিস ও উসূলুল হাদিসের বোর্ড প্রশ্নপত্র বিশ্লেষণ
২০২২ সালের হাদিস ও উসূলুল হাদিসের বোর্ড প্রশ্নপত্রটি বিশ্লেষণ করলে দেখা যায়
আলিফ অংশে অর্থাৎ হাদিসের অনুবাদ লিখনে
- ব্যবসা ও সুদ সম্পর্কে ২টি
- পোশাক পরিচ্ছদ সম্পর্কে ১টি
- হজ্জ ও উমরাহ সম্পর্কে ১টি
- নিকাহ ও সহবাস সম্পর্কে ২টি
- দান সম্পর্কে ১টি প্রশ্ন এসেছে।
বা অংশে অর্থাৎ হরকত সহ হাদিস লিখনে
- পিতা-মাতার সেবা
- পর্দা
- দয়া (ইহসান)
- দাওয়াহ টপিক থেকে হাদিস লিখতে বলা হয়েছে।
জিম অংশ অর্থাৎ উসূলুল হাদিস থেকে প্রশ্ন লিখনে
- মুতাওয়াতির হাদিস ও এর হুকুম
- খবর ও এর প্রকার
- হাদিস লিপিবদ্ধ করার পদ্ধতি ও ইতিহাস এই টপিক গুলো থেকে প্রশ্ন এসেছে।
দাল অংশ অর্থাৎ হাদিস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে টীকা লিখনে
- খবরুল আহাদ
- সুন্নাত ও আচার
- সহীহ হাদীস
- সনদ ও মতন সহ মোট ৮টি টপিকে প্রশ্ন এসেছে।
উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র - হাদিস ও উসূলুল হাদিস ২০২২ প্রশ্নপত্রের ছবি




উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র - হাদিস ও উসূলুল হাদিস বিষয়ে পরিক্ষায় ভালো করার টিপস
নিয়মিত পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখা। প্রতিদিন পড়াশোনার জন্য কিছু সময়
নির্দিষ্ট করা।
পড়ার পাশাপাশি নিয়মিত অনুশীলন করা।
পূর্বের সালের প্রশ্নপত্র গুলো সমাধান করা।
হাদিসের অনুবাদের পাশাপাশি ব্যাখ্যা ভালোভাবে বুঝা ও মুখস্ত করা।
ভালো ধারণা পাওয়ার জন্য মডেল টেস্ট অনুশীলন করা।
২০২২ সালের উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র অর্থাৎ হাদিস ও উসূলুল হাদিস প্রশ্নপত্রটির PDF ডাউনলোড
প্রশ্নপত্র টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন । কোন কারনে ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন। Contact Us
উপসংহার
সর্বশেষ বলতে চাই পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত পড়াশোনার বিকল্প নেই। তবে যদি বেশি সময় না পাওয়া যায় সেক্ষেত্রে যেকোনো একটি সাজেশন ফলো করলে ভাল হবে। এছাড়া উপরোক্ত হাদিস ও উসূলুল হাদিসের প্রশ্নপত্রটি হেল্পফুল হতে পারে।
ক্লাস ওয়ান থেকে শুরু করে এডমিশন পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ওয়েবসাইট লিংক: WWW.FAIFINITY.COM