ফাযিল ১ম বর্ষ ২০২২ - উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র - হাদিস ও উসূলুল হাদিস বোর্ড প্রশ্ন PDF

ফাযিল ১ম বর্ষ ২০২২ - উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র - হাদিস ও উসূলুল হাদিস প্রশ্ন PDF, 1st Year - 2022 - Ulumul Quran Wal Hadith 2nd Paper

ফাযিল (স্নাতক) পাস প্রথম বর্ষের চারটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হলো - উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র - হাদিস ও উসূলুল হাদিস। এই বিষয়ে ১০০ মার্কের পরীক্ষা হয়। পরীক্ষার প্রশ্নে এ বিষয়কে আলিফ, বা, জিম ও দাল এই চার অংশে ভাগ করা হয়। আর পরীক্ষায় উত্তর প্রদানের ক্ষেত্রে আলিফ অংশ থেকে চারটি বা অংশ থেকে দুটি, জিম অংশ থেকে দুটি ও দাল অংশ থেকে পাঁচটিসহ মোট ১৩ টি প্রশ্নের উত্তর দিতে হয় । এই পোস্টে আমরা ২০২২ সালের উলূমুল কুরআন ওয়াল হাদিস ১ম পত্র অর্থাৎ হাদিস ও উসূলুল হাদিস প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি। যাতে করে সবাই এই প্রশ্ন থেকে ভালোভাবে ধারণা নিতে পারে এবং পড়তে পারে।

ফাযিল ১ম বর্ষ ২০২২ - উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র - হাদিস ও উসূলুল হাদিস বোর্ড প্রশ্ন PDF

উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র সংক্ষিপ্ত পরিচিতি

পরিক্ষা কোড: ৩০১
বিষয় কোড: ১০২
পূর্ণমান: ১০০
সময়: ৩ ঘন্টা
প্রশ্নের অংশ: ৪টি (আলিফ, বা, জিম ও দাল)

আলিফ, বা, জিম ও দাল অংশে যে যে প্রশ্ন আসে

আলিফ অংশ: হাদিসের অনুবাদ লিখন (৭টি থেকে ৪টি)
বা অংশ: হরকত সহ হাদিস লিখন (৪টি থেকে ২টি)
জিম অংশ: উসূলুল হাদিস থেকে প্রশ্ন লিখন (৪টি থেকে ২টি)
দাল অংশ: হাদিস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে টীকা লিখন (৮টি থেকে ৫টি)

২০২২ সালের হাদিস ও উসূলুল হাদিসের বোর্ড প্রশ্নপত্র বিশ্লেষণ

২০২২ সালের হাদিস ও উসূলুল হাদিসের বোর্ড প্রশ্নপত্রটি বিশ্লেষণ করলে দেখা যায়

আলিফ অংশে অর্থাৎ হাদিসের অনুবাদ লিখনে

  • ব্যবসা ও সুদ সম্পর্কে ২টি
  • পোশাক পরিচ্ছদ সম্পর্কে ১টি
  • হজ্জ ও উমরাহ সম্পর্কে ১টি
  • নিকাহ ও সহবাস সম্পর্কে ২টি
  • দান সম্পর্কে ১টি প্রশ্ন এসেছে।

বা অংশে অর্থাৎ হরকত সহ হাদিস লিখনে

  • পিতা-মাতার সেবা
  • পর্দা
  • দয়া (ইহসান)
  • দাওয়াহ টপিক থেকে হাদিস লিখতে বলা হয়েছে।

জিম অংশ অর্থাৎ উসূলুল হাদিস থেকে প্রশ্ন লিখনে

  • মুতাওয়াতির হাদিস ও এর হুকুম
  • খবর ও এর প্রকার
  • হাদিস লিপিবদ্ধ করার পদ্ধতি ও ইতিহাস এই টপিক গুলো থেকে প্রশ্ন এসেছে।

দাল অংশ অর্থাৎ হাদিস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে টীকা লিখনে

  • খবরুল আহাদ
  • সুন্নাত ও আচার
  • সহীহ হাদীস
  • সনদ ও মতন সহ মোট ৮টি টপিকে প্রশ্ন এসেছে।

উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র - হাদিস ও উসূলুল হাদিস ২০২২ প্রশ্নপত্রের ছবি

Hadith and Usulul Hadith - Board Question Page 01 Hadith and Usulul Hadith - Board Question Page 02 Hadith and Usulul Hadith - Board Question Page 03 Hadith and Usulul Hadith - Board Question Page 04

উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র - হাদিস ও উসূলুল হাদিস বিষয়ে পরিক্ষায় ভালো করার টিপস

নিয়মিত পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখা। প্রতিদিন পড়াশোনার জন্য কিছু সময় নির্দিষ্ট করা।
পড়ার পাশাপাশি নিয়মিত অনুশীলন করা।
পূর্বের সালের প্রশ্নপত্র গুলো সমাধান করা।
হাদিসের অনুবাদের পাশাপাশি ব্যাখ্যা ভালোভাবে বুঝা ও মুখস্ত করা।
ভালো ধারণা পাওয়ার জন্য মডেল টেস্ট অনুশীলন করা।

২০২২ সালের উলূমুল কুরআন ওয়াল হাদিস ২য় পত্র অর্থাৎ হাদিস ও উসূলুল হাদিস প্রশ্নপত্রটির PDF ডাউনলোড

Hadith and Usulul Hadith - Board Question.pdf 1.5MB

প্রশ্নপত্র টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন । কোন কারনে ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন। Contact Us

উপসংহার

সর্বশেষ বলতে চাই পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত পড়াশোনার বিকল্প নেই। তবে যদি বেশি সময় না পাওয়া যায় সেক্ষেত্রে যেকোনো একটি সাজেশন ফলো করলে ভাল হবে। এছাড়া উপরোক্ত হাদিস ও উসূলুল হাদিসের প্রশ্নপত্রটি হেল্পফুল হতে পারে।

ক্লাস ওয়ান থেকে শুরু করে এডমিশন পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

ওয়েবসাইট লিংক: WWW.FAIFINITY.COM

Post a Comment

সম্মানিত Faifinity.com পাঠক,
আপনি আমাদের সাথে থাকায় আমরা আনন্দিত ও উৎসাহিত। প্রত্যেক পাঠকের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে আমরা নিম্নলিখিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য আপনার সহযোগিতা কামনা করি:

১. গোপনীয়তা সুরক্ষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

২. ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া:
ঘৃণামূলক বক্তব্য বা আপত্তিকর ভাষার প্রতি আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখি। আসুন আমাদের কথোপকথনকে সম্মানজনক এবং বন্ধুত্বপূর্ণ রাখি।

৩. প্রস্তাবিত ভাষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে ইংরেজি বা বাংলা ভাষা ব্যবহার করুন। এই দুটি ভাষা আমাদের একটি পরিষ্কার, বোধগম্য ও সুসংগত আলোচনা বজায় রাখতে সাহায্য করবে।

৪. অন্যের মন্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া:
সকল পাঠকের মন মানসিকতা ধ্যান-ধারণা কখনো একরকম হতে পারে না। তাই অন্যের মন্তব্যের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করুন।

৫. ধর্মীয় বিষয়ে আলোচনা এড়িয়ে চলা:
একটি সুসংগত প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য আমরা আপনার প্রতি অনুরোধ করছি যে আপনি আপনার মন্তব্যে যে কোন ধর্মীয় বিষয়ে আলোচনা থেকে বিরত থাকুন।

মনে রাখবেন আপনার মন্তব্য, মতামত ও পরামর্শ আমাদের নিকট মূল্যবান। আমরা আমাদের পাঠকদের জন্য একটি সুসংগত প্ল্যাটফর্ম তৈরিতে আপনার সহযোগিতা কামনা করি এবং আপনার প্রতিশ্রুতির প্রশংসা করি। আসুন গঠনমূলক ও সম্মানজনক আলোচনার মাধ্যমে একসাথে শিখতে, শেখাতে ও বেড়ে উঠতে সাহায্য করি।

Faifinity.com ওয়েবসাইটের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ☄

______________________________________________
কোন মতামত বা পরামর্শ থাকলে info.faifinity@gmail.com ইমেইলের মাধ্যমে আমাদের জানাতে পারেন।